মুখ বন্ধ
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আমাদের জন্য সুন্দরতম মহত্তম আদর্শ। কুরআনে মহান আল্লাহ এ কথা ঘোষণা করেছেন। আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তার দুনিয়ায় আগমন। আল্লাহ তাকে ‘রহমতুল লিল আলামীন’ অর্থাৎ সমগ্র বিশ্ব জগতের জন্য আল্লাহর অনুগ্রহ বলে বর্ণনা করেছেন। আসলে দয়া, মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সদাচার ইত্যাদি সৎ গুণাবলী মানুষের অভিপ্রেত। এগুলি মানুষের সভ্যতা সংস্কৃতির জীবন। এগুলি আল্লাহর রহমত- তাঁর অনুগ্রহ। আর এর বিপরীত গুলি মানুষের জন্য ক্ষতিকর। সেগুলি আমাদের বর্জন করতে বরং প্রতিরোধ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন একটি উন্মুক্ত কিতাবের মতে সেখানে কোনো কিছুই অন্তরালে নেই। তার প্রিয়তমা স্ত্রী ও সাহাবাগণ তাঁর কোনাে কথা ও ঘটনাই গােপন করেননি। সবকিছুই প্রকাশ্যে বর্ণনা করেছেন। সেখান থেকে আমরা তাঁর জীবনের সমস্ত ছবি তুলে আনতে এবং সেই নিরিখে আমাদের জীবন গড়ে তুলতে পারি। | আসলে নবী (সা) জীবন পাঠ ও আলোচনা করার এটাই প্রধান লক্ষ্য। তিনি যা কিছু এনেছেন সবই আমাদের গ্রহণ করতে হবে এবং যা কিছু নিষেধ ও বর্জন করেছেন তার সবই আমাদের কর্ম তালিকা থেকে বাদ দিতে হবে চোখ বন্ধ করে। তবেই আমাদের ঈমান পূর্ণতা লাভ করবে এবং আমরা সত্যিকার মুসলমান বলে গণ্য হবে। | প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য প্রতিষ্ঠার জন্য যেভাবে আপোষহীন সংগ্রাম করেছেন সেটা যদি আমরা আমাদের জীবনাদর্শ হিসাবে গড়ে তুলতে পারি তাহলে দুনিয়ায় ও আখেরাতে আমাদের সাফল্যের ব্যাপারে কোনাে সন্দেহ নেই। আল্লাহ আমাদের সহায় হােক ।
আবদুল মান্নান তালিব ১৮০ শান্তিবাগ, ঢাকা-১২১৭।