ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা (রহ) • জন্ম—১৯২০ খ্রীষ্টাব্দে। জন্মস্থান সিরিয়ার উত্তরাঞ্চলের ‘আরীহা’ শহর। সেখানেই প্রাথমিক শিক্ষা মাধ্যমিক পরীক্ষা পাশ করেন ‘হলব’ শহর খসরুবিয়া বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক ডিগ্রী আল-আজহারের ‘উসূলুদ্দীন’ (ধর্ম) অনুষদ থেকে। সব শেষে কায়রো ইউনিভার্সিটি থেকে আরবী সাহিত্যে অনার্স, মাস্টার্স ও পি.এইচ.ডি করেন। • কর্মজীবন শুরু করেন শিক্ষক ও পরীক্ষক হিসাবে। দ্বিতীয় পর্যায়ে নিযুক্ত হন সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরবী ভাষার প্রধান পরিদর্শক (Inspector)। অতঃপর দামেস্কের উলুমুল আরাবিয়া পরিকল্পনাধীন ‘দারুল কুতুব’ এর ব্যবস্থাপনা পরিচালক এবং পাশাপাশি দামেস্ক ইউনিভার্সিটির কলা অনুষদের প্রভাষক।।
• সৌদিয়ায় বদলি হয়ে ইমাম মুহাম্মদ ইবনে সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। এখানে তিনি ইসলামী সাহিত্য কারিকুলাম এবং ‘অলঙ্কার ও সমালােচনা বিভাগের চেয়ারম্যান, ‘মজলিসে ইলমী’র (শিক্ষা পরিষদের) আজীবন সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা পরিষদ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
জনাব ডঃ আবদুর রহমান ইসলামী সাহিত্য সৃষ্টির উদ্বোধক নন বরং তার পূর্বে বহু চিন্তাশীল ও গবেষকই এ কাজ করেছেন…. কিন্তু একমাত্র তিনিই পূর্বসূরীদের স্বপ্নের বাস্তবায়ন ও সার্থক রূপায়ণ ঘটাতে সক্ষম হয়েছেন। তিনি একাই সাহিত্য ও সমালোচনার ক্ষেত্রে ফুটিয়ে তুলেছেন পরিপূর্ণ ইসলামী ভাবধারা।
তিনি সাইয়েদ আবুল হাসান আলী নদভীর সভাপতিত্বে ‘রাবেতা আল আদাবুল ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সহ-সভাপতি। এছাড়াও বহু সংস্থা, সংঘ ও কমিটির তিনি ছিলেন একজন সক্রিয় ও প্রিয় সদস্য। • মৃত্যু ১৯৮৬ খ্রীষ্টাব্দের ১৮ই জুলাই শুক্রবারে তুর্কিস্তানের ইস্তাম্বুল শহরে ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় সেখানেই ‘ফাতেহ’ গোরস্থানে। যেখানে সমাহিত রয়েছে অনেক সাহাবী ও তাবেঈ। জীবদ্দশায় যাদেরকে তিনি সর্বাধিক ভালবাসতেন এবং যাদের পাশে একটু স্থান পাওয়ার ব্যাকুল প্রার্থনা করতেন মহান প্রভুর দরবারে, আল্লাহ সেই প্রার্থনা কবুল করে পৃথিবীতে তার মৃতদেহ স্থান দিয়েছেন মহান সাহাবী ও তাবেঈদের কবরের পাশে। সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা-চিরস্থায়ী জান্নাতে তাকে তাদের সঙ্গী বানিয়ে দিন। আমীন।
লেখকঃ ড. আবদুর রহমান রাফাত পাশা রহ