কয়েদী ৩৪৫ সামি আলহাযের বই। আল জাজিরার ‘পাবলিক লিবার্টি এন্ড হিউম্যান রাইটস’ বিভাগের পরিচালক সামি আলহাজের বই পড়ূন।
কয়েদী ৩৪৫ (Koyedi 345) বই সম্পর্কেঃ
২০০১ সালে আফগানিস্তানে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাত্রার সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হন। তার বিরূদ্ধে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ভিডিও চিত্র সংগ্রহের অভিযোগ আনা হয় যদিও তিনি শুধু আল জাজিরার পক্ষে তৃণমূল সাংবাদিকতা ও ভিডিওচিত্র সংগ্রহের কাজ করছিলেন। পরবর্তীতে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত কিউবার গুয়ান্তানামো বে কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি ছয় বছর বন্দি ছিলেন।
ছয় বছর অবর্ণনীয় নির্যাতন আর সীমাহীন কষ্ট ভোগের পর ২০০৮ সালের ১ মে নিঃশর্ত মুক্তি লাভ করেন। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ আলহাযের পুরো বন্দি অবস্থায় আইনজীবী হিসেবে কাজ করেন। ২০০৫ সালে তার সাথে দেখা করার সুযোগ পান। স্টাফোর্ডের মতে সামি বন্দি অবস্থায় ভয়ংকর শারীরিক মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন এবং ধর্মীয় নিগ্রহের মুখোমুখি হন। বেধড়ক মারধরের কারণে মুখে দাগ বসে যায়। স্টাফোর্ড আরো জানান যে সামি নিজ চোখে আফগান সেনাঘাটিতে মার্কিন সেনাদের কুর’আন টয়লেটে ছুড়ে ফেলতে দেখেছে। কুর’আনের গায়ে অশ্লীল কথা লিখে রাখতে দেখেছে। ২৩ নভেম্বর ২০০৫ সালের এক জিজ্ঞাসাবাদে সামিকে মার্কিন কর্মকর্তারা জিজ্ঞেস করে আল জাজিরা আল কায়েদার অঙ্গসংগঠন কিনা।
২০০৭ সালের জানুয়ারিতে গুয়ান্তানামো কারাগারে মার্কিন সেনাদের বর্বর নির্যাতনের প্রতিবাদে অনশন শুরু করেন তিনি এবং আরো কয়েকজন সহকয়েদি। সেসময় তার ৫৫ পাউন্ড ওজন কমে যায়। অনশন ভাঙ্গাতে তাদেরকে জোর করে খাওয়ানো হতো। সে ফোর্সফিডিং ছিল আরেক অত্যাচার। সামির অনশন চলে টানা ৪৩৮ দিন। তার মুক্তির দিন পর্যন্ত। দিনটি ছিল ১ মে ২০০৮।
অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সামি এখন আল জাজিরার প্রধান কার্যালয়ে ‘পাবলিক লিবার্টি এন্ড হিউম্যান রাইটস’ বিভাগের পরিচালক হিসেবে কাজ করছেন। যেখানে তার কাজ হল মানবাধিকার সংক্রান্ত, যৌন নিপীড়নমূলক সংবাদের তদারকি করা এবং সে সংবাদগুলোকে টিভির পর্দায় নিয়ে আসতে কিম্বা মানবাধিকার সংগঠনগুলোর কাছে পৌছতে যাবতীয় এন্তেজাম করা।
সামি আলহাজ সাংবাদিকতায় AIB INSI Special Award এবং Reporter of the year পদক পান ।
হার্ডকপি কিনতেঃ ক্লিক করুন
if কয়েদী ৩৪৫ (Koyedi 345) Link Broken Please Comment Below.
[…] আলোচিত বই আফিয়া সিদ্দিকী : গ্রে লেডি অব বাগরামের কিছু অংশ পিডিএফ উন্মুক্ত করে দিয়েছে প্রজন্ম পাবলিকেশন। কয়েদী ৩৪৫ ডাউনলোড করুন […]
কয়েদি ৩৪৫
৩৪৫ (Koyedi 345) Link is Broken..
If possible fix it out kindly..